Header Ads

প্রাণে বেঁচে গেলেন ওয়েস্ট ইন্ডিয়ার ওশানে টমাস


প্রাণে বেঁচে গেলেন ওয়েস্ট ইন্ডিয়ার ওশানে টমাস
প্রাণে বেঁচে গেলেন ওয়েস্ট ইন্ডিয়ার ওশানে টমাস
ওয়েস্ট ইন্ডিয়ান পেসার ওশানে টমাস মারাত্মক আহত হয়েছেন গাড়ি দুর্ঘটনায়

জানুয়ারী মাসেই দেশের হয়ে ওয়ানডে খেলেছেন আয়ারল্যান্ডের বিপক্ষে। অল্প কিছুদিনের মধ্যেই রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএলে খেলতে আসার কথা । কিন্তু এরই মধ্যে গাড়ি দুর্ঘটনায় মারাত্মক আহত হয়েছেন। একটু এদিক-ওদিক হলে মারাও যেতে পারতেন।  অল্পের জন্য বেঁচে গেলেন ওশানে টমাস ।

১৬-০২-২০২০ তারিখে রবিবার রাতে জ্যামাইকার সেন্ট ক্যাথরিনের হাইওয়ে ২০০০-এ গাড়ি দুর্ঘটনা ঘটে। সামনা সামনি থেকে আসা একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ওশানের গাড়ি রাস্তায় উল্টে পড়ে যায় । প্রায় সঙ্গেই সঙ্গেই তাঁকে ঐ এলাকার একটি হাসপাতালে ভর্তি করানো হয়। দুর্ঘটনা হবার পর ওশানের জ্ঞান ছিল বলে খবর দিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো । ওয়েস্ট ইন্ডিয়ান কিছু পত্রিকা জানিয়েছে যে ওশানে টমাস এখন বিপদমুক্ত ।

প্রত্যক্ষদর্শীরা বলেছেন, ওশানের গাড়ি যেভাবে উল্টে গিয়ে ছিল, তাতে ওশানের বেঁচে থাকার কথা নাহ ! এটা একটা অবিশ্বাস্য ব্যাপার। ২০২০ এর  আইপিএলের নিলামে ৫০,০০০,০০ (৫০ লাখ) রুপিতে ওশানে টমাসকে কিনে নেন  রাজস্থান রয়্যালস।

ওশানে টমাসকে নিয়ে সাবেক ওয়েস্ট ইন্ডিয়ান পেসার টিনো বেস্ট টুইটার এ টুইট করেছেন, ওশানে ভালো আছে শুনেই ভালো লাগছে । ওশানের দ্রুত সুস্থতা কামনা করছি। 

Blogger দ্বারা পরিচালিত.