Header Ads

দোয়া করার ১০ আদব



দোয়া করার ১০ আদব

১. উভয় হাত সিনা (বক্ষ) পর্যন্ত ওঠানো। (আদ্দাওয়াতুল কাবির লিল বায়হাকি)
২. উভয় হাতের মধ্যে সামান্য ফাঁকা রাখা। [উসওয়া রাসুল (সা.)]
৩. আস্তে আস্তে অর্থাৎ চুপিচুপি দোয়া করা। (মুসলিম : ২/৩৪৬)
৪. দোয়ার আগে ও পরে হামদ ও সানা ও দরুদ শরিফ পড়া।
(তিরমিজি : ২/১৮৫-১৮৬)
৬. প্রত্যেক দোয়া তিন তিনবার প্রার্থনা পাঠ করা। (তাবরানি ফিল আওসাত : ১/২৬০)
৭. দোয়ায় তাড়াহুড়া করবে না। (বুখারি : ২/৯৩৮)
৮. উভয় বোগল ফাঁকা থাকবে। (বুখারি, হাদিস : ২/৯৩৮)
৯. আঙুলসমূহ ও উভয় হাতের তালু আকাশের দিকে রাখবে।
(মুসনাদে আহমদ : ৩/১৩)
১০. দোয়ার পর উভয় হাত চেহারায় মুছে নেওয়া। (আবু দাউদ : ৩/১৩)
Blogger দ্বারা পরিচালিত.