Header Ads

নির্বাচন কমিশন শয়তানের অনুচর

Rizvi Criticizes Election Commission, Accusing It of Acting Like the Devil's Advocate

 

রিজভী মন্তব্য করেছেন যে, বর্তমান নির্বাচন কমিশন শয়তানের অনুচর। নির্বাচন কমিশনার আনিসুর রহমান ওবায়দুল কাদেরের চেয়ে এক ডিগ্রি বেশি কথা বলেছেন, এবং হাছান মাহমুদের চাইতেও তাকে আরও বেশি আওয়ামী অনুগত মনে হয়।


তিনি জানিয়েছেন যে, আজ নির্বাচন ও গণতন্ত্র নিয়ে যে শয়তানি হচ্ছে, তা সামগ্রিকভাবে সেই শয়তানের অনুচর হচ্ছে নির্বাচন কমিশনার আনিসুর রহমান। তার মতে, বিএনপি একটি সন্ত্রাসী দল নয়, বরং জনগণের ভাগ্য নিয়ে খেলার জন্য বিএনপি সব তবে ব্যাংক থেকে অস্তিত্ব প্রাপ্ত একটি অপরাধ হিসেবে চিহ্নিত হয়েছে। তিনি অভিযোগ করেছেন যে, ২৩ থেকে ২৪ হাজার নেতাকর্মীকে বন্দি রাখা হয়েছে এবং এটি একটি দুঃশাসন।


রিজভী মন্তব্য করেছেন যে, বিএনপি ও সমমানা দলের আন্দোলন যে আন্দোলন ন্যায়সঙ্গত এবং সত্যের পক্ষে থাকলে তাদের উপর নিপীড়ন-নির্যাতন হয়। তিনি জানিয়েছেন যে, সরকারের সব রাষ্ট্রীয় ষড়যন্ত্র মোকাবিলা করেই সামনে এগিয়ে যাওয়ার আহ্বান।

Blogger দ্বারা পরিচালিত.