অস্ট্রেলিয়া ওয়ানডে দলে তরুণ তারকাদের আগমন
অস্ট্রেলিয়ার জাতীয় ক্রিকেট দলে ডাক পেয়েছেন ২১ বছর বয়সী তরুণ ব্যাটার জেক ফ্রেজার-ম্যাকগার্ক ও ২৫ বছর বয়সী পেসার জাভিয়ের বার্টলেট। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে তারা স্কোয়াডে জায়গা পেয়েছেন।
ফ্রেজার-ম্যাকগার্ক গত অক্টোবর মাসে লিস্ট 'এ' ক্রিকেটে মাত্র ২৯ বলে সেঞ্চুরি করে বিশ্বরেকর্ড গড়েন। তিনিই এখন ৫০ ওভারের আন্তর্জাতিক ও লিস্ট 'এ' ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির মালিক।
চলমান বিগ ব্যাশ লিগেও ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করছেন ফ্রেজার-ম্যাকগার্ক। ৮ ইনিংসে ১৫৮.৬৪ স্ট্রাইক রেটে তার সংগ্রহ ২৫৭ রান।
অন্যদিকে বার্টলেট চলমান বিগ ব্যাশ লিগে সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় শীর্ষে রয়েছেন। ৯ ম্যাচে ১৭ উইকেট শিকার করেছেন তিনি।
গ্লেন ম্যাক্সওয়েল ও ঝাই রিচার্ডসনের পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন তারা। চোটের কারণে রিচার্ডসন ছিটকে গেলেও বিশ্রাম দেয়া হয়েছে ম্যাক্সওয়েলকে।
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে আগামী ২ ফেব্রুয়ারি। বাকি দুই ম্যাচ যথাক্রমে ৪ ও ৬ ফেব্রুয়ারি।