Header Ads

একটু সতর্কতা মূলক একটা পোস্ট

একটু সতর্কতা মূলক একটা পোস্ট

ইদানিং অনেক ট্রাভেল গ্রুপ বের হয়েছে যারা সল্প খরচ ট্যুর Arrange করছে। ব্যাপারটা প্রশংসনীয়। আমরা কখনোই এসব গ্রুপে র ব্যপারে জানতাম না। গত সপ্তাহে এরকম একটা গ্রুপে র সাথে একটা ট্যুরে যাওয়া হয়। কাপল দের জন্য যেই রুম ছিল সেটা একসাথে লাগানো ছিল , যাস্ট মাঝে বাঁশে র বেড়া। পাশের কাপল রুমে যেই কাপল ছিলেন উনাদের সমস্ত কথাবার্তা আমরা শুনেছি এবং বুঝা যাচ্ছিল । ইভেন আমাদের সব কথা ও উনারা শুনেছেন। আমরা তাই বেশিরভাগ সময় টা রুমে না থেকে বাইরে বীচে কাটিয়েছি। 

আমার মনে হয়েছে ব্যাপারটাতে প্রাইভেসি লঙ্ঘন হয়েছে। আমি সুন্দর করে ব্যপার টা লিখে জানাই যাতে tour কোম্পানি এটা নিয়ে কাজ করে। 

Guess what? ঐ এডমিন কড়া জবাব দিয়ে মেসেন্জার এ পোস্টের স্ক্রিন শট সহ গ্রুপ থেকে রিমুভ করে দেন। সবচেয়ে অবাক বিষয় পাশের রুমে র ভদ্র! লোক এডমিন কে মেসেন্জারে নক দিয়ে আমাদের রুমে  কি কি শুনসেন লিখেন। ঐ ভাই তো জানেন না যে তারা কি কি করসেন আমরাও শুনসি। 

সবচেয়ে আশ্চর্যের বিষয় এডমিন এর ফিডব্যাক। সে একটুও নমনীয় না। আমি হলে এটা মাথায় রেখে next এ এমন কিছু করতাম যাতে পরের গেস্ট দের অসুবিধা না হয়।

সাথে রুম নাম্বার দেয়া ছিল না, আমরা যাবার পর ই একটা ছেলে বলে কোনটায় উঠবেন? একটায় ওঠার পর বলে, পাশের টায় যান, এইটা র বেসিন ভাঙ্গা। পাশের রুমে র ভদ্রলোক একটু পরে এসে অভিযোগ করেন আমরা রুম বাছাই করেছি। আমাদের ই তো বলা হয় কোনটায় থাকবেন তো আমরা কি করব?

সুতরাং এসব ট্যুরে কম বাজেটে যাবার আগে একটু দেখেশুনে নিয়েন। টাকা দিয়ে ট্যুরে গেসি, পাশের রুমে র অন্তরঙ্গ মুহূর্ত শুনতে চাই না, নিজেদের টা ও শোনাতে চাই না, সাথে এই ফিডব্যাক দিলে ব্লক করে এসব এডমিন ও চাই না।

এডমিন পোস্টে 3 টা রিসোর্ট এর কথা বলেছিলেন যেখানে দেয়াল দেয়া রুম ছিল, কটেজ টাইপ ছিল। ওগুলো ভেবেছি বিচ্ছিন্ন পরস্পর থেকে। 

তারপরও এডমিন এটাকে নিয়ে ভালো করে বললেও আফসোস থাকতো না। 

সো আপনারা কোথাও যাবার আগে আরও ভালো করে দেখে বুঝে নিয়েন যাতে এত তিক্ত অভিজ্ঞতা  না তৈরী হয়।

 

Blogger দ্বারা পরিচালিত.