মিয়ানমারের ‘তরমুজ’: বাইরে সৈন্য, ভেতরে বিদ্রোহী
বাইরে থেকে মিয়ানমারের জান্তার অধীনে নিরাপত্তা বাহিনীর সদস্য, কিন্তু ভেতরে-ভেতরে বিদ্রোহী গ্রুপের হয়ে গুপ্তচরবৃত্তি করেন তারা৷ বার্মিজ ভাষায় বিদ্রোহীরা তাদেরকে ‘তরমুজ’ নামে ডাকেন৷
২৪ বছরের ইয়ান মিয়ানমারের সাবেক পুলিশ কর্মকর্তা৷ তিনি সামরিক জান্তা সরকারের নিরাপত্তার দায়িত্বে থেকে ঝুঁকি নিয়ে গোপনে বিদ্রোহীদের পক্ষে কাজ করতেন৷ গত এপ্রিলে মিয়ানমার থেকে পালিয়ে এখন সীমান্তবর্তী একটি শহরে থাকছেন৷ তিনি বলেন, ‘আমি নিজেকে অন্যায় শাসন থেকে মুক্ত করেছি৷’
মিয়ানমারের ‘তরমুজ’: বাইরে সৈন্য, ভেতরে বিদ্রোহী
ঝুঁকি এড়াতে তিনি নিজের পুরো পরিচয় প্রকাশ করতে চাননি৷ ২০২১ সালে ক্ষমতা কুক্ষিগত করার পর মিয়ানমারের সামরিক জান্তা সরকার এখন সবচেয়ে বড় প্রতিরোধের মুখোমুখি৷ বিরোধী পক্ষগুলো এখন একসাথে সরকারের বিরুদ্ধে লড়ছে৷ সরকারের ভেতরেও অনেকে গোপনে বিরোধীদের হয়ে কাজ করছে বলে জানা যাচ্ছে৷
বার্তা সংস্থা রয়টার্স এসব বিষয়ে মন্তব্য জানতে চাইলে সাড়া দেয়নি জান্তা৷ বিরোধীরা বলছেন সামরিক বাহিনীর ঠিক কতজন বিদ্রোহীদের কাছে তথ্য সরবরাহ করছে তা নির্ধারণ করা কঠিন৷ তবে তারা সামরিক বাহিনীর যাতায়াতসহ বিভিন্ন গোয়েন্দা তথ্য ফাঁস করে দিচ্ছেন যার উপর ভিত্তি করে বিরোধীরা আক্রমণের পরিকল্পনা সাজাতে পারছেন বলে রয়টার্সকে জানিয়েছেন পিপল’স গোল নামের একটি দলের মুখপাত্র৷ ‘
আমরা যে তথ্য সংগ্রহ করেছি তার মাধ্যমে মানুষের জীবন রক্ষা পাচ্ছে’- বলেন তিনি৷ ইয়ান ২০২০ সালে তার ভাইয়ের পথ ধরে পুলিশে যোগ দিয়েছিলেন৷ কিন্তু সামরিক ক্যুর পর নির্বিচারে গ্রেপ্তার এবং বিক্ষোভকারীদের উপর সামরিক বাহিনীর নৃশংস আচরণের কারণে তার মোহভঙ্গ ঘটে৷ কারণ হিসেবে তিনি বলেন, ‘মানুষজন আমাদের দেখলে ভুত মনে করেন৷ তারা আমাদের ঘৃণা করেন৷’
তার ভাই দেশ ছেড়ে চলে যান৷ ইয়ানকে তিনি জান্তাবিরোধী একটি পক্ষের সাথে যোগাযোগ করিয়ে দেন৷ এই পক্ষটির কাজই হলো ইয়ানের মতো নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে সংযোগ স্থাপন করা৷ বার্মিজ ভাষায় তাদেরকে তরমুজ বলে ডকেন তারা৷ কেননা তরমুজের মতো তারা বাইরে থেকে সবুজ এবং সামরিক বাহিনীর প্রতি অনুগত কিন্তু ভেতরে তারা লাল, যা ক্ষমতাচ্যুত ন্যাশনাল লিগ অব ডেমোক্রেসির রং৷
ইয়ান জানান, তিনি কাজের ফাঁকে সহকর্মীদের চোখ ফাঁকি দিয়ে ফোন থেকে মেসেজ পাঠিয়ে তথ্য পাচার করতেন৷ জান্তার সিনিয়র ব্যক্তিরা কোথায় যাচ্ছেন, বিভিন্ন স্থানে কত পুলিশ সদস্য নিয়োজিত আছেন কিংবা কী পরিমাণ জ্বালানি ও অস্ত্র তাদের আছে সেসব তথ্য তিনি বিদ্রোহীদের কাছে সরবরাহ করতেন৷ রয়টার্স জানিয়েছে, স্বাধীনভাবে তারা এই তথ্য যাচাই করতে পারেনি৷ তবে সামরিক বাহিনীর এক সদস্য জানিয়েছেন তাদের কারো পক্ষে সশস্ত্র গ্রুপগুলোর হয়ে গোয়েন্দাগিরি করা কঠিন৷ তবে কেউ কেউ আছে যাদের বিদ্রোহীদের প্রতি পক্ষপাত আছে৷
ওয়াশিংটনভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক ‘ইউনাইটেড স্টেটস ইনস্টিটিউট ফর পিস’-এর হিসাবে আট হাজার সদস্য নিরাপত্তা বাহিনী থেকে পালিয়েছেন৷ সামরিক বাহিনীর সাবেক ক্যাপ্টেন হ্টটেট মিয়াট জানিয়েছেন, আগে যেখানে সামরিক বাহিনীর ব্যাটালিয়ানগুলোতে কয়েকশো করে সদস্য থাকতো এখন তা বেশিরভাগক্ষেত্রে ১৩০ জনের মতো সদস্য নিয়ে গঠিত হয়৷ সূত্র: ডিডাব্লিউ, রয়টার্স অর্থসূচক/এএইচআর।