Header Ads

বিএনপির আইনজীবীদের আদালত বর্জন আরেকটি ভুল সিদ্ধান্ত: আইনমন্ত্রী

 আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘বিএনপির আইনজীবীরা যে, আদালত বর্জন করেছে এটা নিছক রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ।

বিএনপির আইনজীবীদের আদালত বর্জন আরেকটি ভুল সিদ্ধান্ত: আইনমন্ত্রী



এর কোনেও মর্মার্থ নেই । ’ বুধবার (৩ জানুয়ারি) সকালে ঢাকা থেকে ট্রেনে তার নিজ নির্বাচনি এলাকা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আসেন ।

এ সময় সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন । মন্ত্রী বলেন, ‘আদালত আদালতের কার্যক্রম করে যাচ্ছে ।

আদালত বিচারক কাজে মনোনিবেশ করছে । তাদেরকে একটা রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে টেনে আনা বিএনপির ভুল সিদ্ধান্তের অংশ ।

’ তিনি বলেন, ‘নির্বাচনের নামে তামাশা তারা যা বলছে, এটা তাদের ভুল কথা । কারণ জনগণ নির্বাচন মেনে নিয়েছে ।

জনগণ নির্বাচনে অংশগ্রহণ করবে । তাদের কার্যকলাপে এমনটাই প্রতীয়মান হয়েছে ।

বিএনপি যাই বলুক না কেন, বাংলাদেশের জনগণ সঠিকভাবেই তাদের অধিকার ব্যক্ত করবে । ’ এ সময় তার সঙ্গে, কসবা ও আখাউড়া উপজেলার আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।

পরে মন্ত্রী তার গ্রামের বাড়ি কসবা উপজেলায় পানিয়ারূপ গ্রামের উদ্দেশে আখাউড়া ত্যাগ করেন ।
Blogger দ্বারা পরিচালিত.