Header Ads

শেয়ারবাজার কে গতিশীল রাখতে ‘ফ্লোর প্রাইস’ বন্ধ করার দাবি

শেয়ারবাজারে ফ্লোর প্রাইস বা সর্বনিম্ন মূল্যস্তর বন্ধ করার দাবি জানিয়েছেন শীর্ষস্থানীয় ব্রোকারেজ হাউসের শীর্ষ নির্বাহীরা। ফ্লোর প্রাইস বা সর্বনিম্ন মূল্যস্তর নির্বাচনের পরপরই বন্ধ করে দেবার দাবি জানিয়েছেন ব্রোকারেজ হাউসের শীর্ষ নির্বাহীরা বলেছেন, শেয়ারবাজার কে গতিশীল রাখতে ‘ফ্লোর প্রাইস’ বা সর্বনিম্ন মূল্যস্তর তুলে দিতে হবে। আর এটা তুলে দিলেই শেয়ারবাজার তার আগের স্বাভাবিক ধারায় ফিরবে।


শেয়ারবাজার কে গতিশীল রাখতে ‘ফ্লোর প্রাইস’ বন্ধ

গতকাল বুধবার রাজধানীর আগারগাঁওয়ে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সঙ্গে এক বৈঠকে ‘ফ্লোর প্রাইস’ তুলে দেওয়ার দাবি জানানো হয়। দেশের শেয়ারবাজারের বড় ব্রোকারেজ হাউসগুলোর (৩০টি ব্রোকারেজ হাউস) শীর্ষ নির্বাহীরা সাম্প্রতিক বাজার পরিস্থিতি নিয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সঙ্গে এ বৈঠক করেন।


এই সভায় সভাপতি ছিলেন - বিএসইসির কমিশনার শেখ শামসুদ্দিন আহমেদ, নির্বাহী পরিচালক ছিলেন - মোহাম্মদ রেজাউল করিম ও মোহাম্মদ জাহাঙ্গীর আলম, পরিচালক ছিলেন - শেখ মাহবুব উর রহমান এবং আরো উপস্থিত ছিলেন ব্রোকারেজ হাউসের বিভিন্ন শীর্ষ নির্বাহীরা।


সভায় শীর্ষ নির্বাহীদের মতামত ছিল যে "বর্তমান বাজারের তারল্য-সংকটের জন্য ফ্লোর প্রাইসকে প্রাধান্য দেয়া। যেটা করার কোনো প্রয়োজন ছিল না।" সবাই আরো বলা হয় যে, বেশির ভাগ প্রতিষ্ঠানের বড় অঙ্কের শেয়ার এর বিনিয়োগ আটকে আছে এই ফ্লোর প্রাইসে। সব মিলিয়ে তাই শেয়ারবাজার কে গতিশীল রাখতে ‘ফ্লোর প্রাইস’ বন্ধ করার দাবি জানিয়েছেন।


সভায় ব্রোকারেজ হাউসের নির্বাহীদের দাবির এক পর্যায়ে বিএসইসির কমিশনার শেখ শামসুদ্দিন আহমেদ বলেন, ‘ফ্লোর প্রাইস কোনো সুষ্ঠু সমাধান হতে পারে না। আমরাও এমনভাবে শেয়ারবাজার থেকে ফ্লোর প্রাইস উঠিয়ে নিতে চাই, যেন আগামী দিন গুলোতে আমাদের আর এ ফ্লোর প্রাইস ব্যবস্থায় ফিরে আসতে না হয়।’


সভায় বিএসইসির কমিশনারের শেখ শামসুদ্দিন আহমেদের এমন বক্তব্যের পর উপস্থিত সকলেই হাততালি দিয়ে উনার বক্তব্যকে সাধুবাদ জানান । ফ্লোর প্রাইস কখন থেকে তুলে নেওয়া হবে এ বিষয়ে সিদ্ধান্ত না হলেও সবাই একমত পোষণ করেন। ফ্লোর প্রাইস বন্ধ করার পর বাজারে যাতে বড় ধরনের কোনো প্রভাব না পড়ে, সে জন্য ব্রোকারেজ হাউসের (৩০টি ব্রোকারেজ হাউস) শীর্ষ নির্বাহীদের সহযোগিতা চেয়েছেন চান বিএসইসির কমিশনার ।


কয়েকটি ব্রোকারেজ হাউসের কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে সময় টোয়েন্টিফোর বিডি কে বলেন, নতুন বছরে অনুষ্ঠিত সভাটি ছিল প্রাথমিক একটা আলোচনা । ব্রোকারেজ হাউসের কর্মকর্তারা সবাই বাজারের বর্তমান পরিস্থিতি তুলে ধরে ফ্লোর প্রাইস বন্ধ করার তাগিদ দেন। অনেকে আবার পরামর্শও দিয়েছিলেন যে বাজারে ভালো মানের কোম্পানি বা আইপিও আনা জন্য। কারণ, ভালো আইপিও এলে তার সঙ্গে নতুন কিছু বিনিয়োগকারীও বাজারে আসেন।

Blogger দ্বারা পরিচালিত.