ইসরায়েলকে শাস্তি দেওয়ার ঘোষণা হিজবুল্লাহর
লেবাননের বৈরুতে এক ড্রোন হামলায় হামাসের উপপ্রধান সালেহ আল-আরৌরির মৃত্যুর ঘটনায় হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ ।
ইসরায়েলকে শাস্তি দেওয়ার ঘোষণা হিজবুল্লাহর |
পরে হামাসও আরৌরির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে । তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে ।
আল-আরৌরি হত্যার প্রতিশোধ হিসেবে ইসরায়েলকে শাস্তি দেওয়ার ঘোষণা দিয়েছে লেবানিজ সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ । তাদের টেলিগ্রাম চ্যানেলে বলেছে, তাদের সেনারা প্রস্তুত ।
যেকোনও সময় ইসরায়েলিদের লক্ষ্য করে প্রতিশোধ নেওয়ার জন্য মাঠে নামবে । হিজবুল্লাহ বলেছে, তথাকথিত ড্রোন হামলার মাধ্যমে আল-আরৌরি, হামাসের অন্য দুই শীর্ষ নেতাসহ ৬ জনকে হত্যা লেবাননের ওপর একটি গুরুতর হামলা ।
গোষ্ঠীটি আরও বলেছে, হামাস ও হিজবুল্লাহ’র মধ্যে যুদ্ধ চলাকালীন এটি একটি বিপজ্জনক বিকাশ । এটিকে কোনোভাবেই বিনা প্রতিক্রিয়া শাস্তি ছাড়া বয়ে যেতে দেওয়া যাবে না ।
হামাস জানিয়েছে, সালেহ আল-আরৌরি ছাড়াও আরও দুই হামাস নেতা নিহত হয়েছেন । তাঁরা দুজনই হামাসের সশস্ত্র শাখা ইজ্জুদ্দিন আল-ক্বাসাম ব্রিগেডের কমান্ডার ।
তবে নিহত ওই দুই কমান্ডারের নাম প্রকাশ করেনি হামাস । এ ছাড়া ওই হামলায় সব মিলিয়ে অন্তত ৬ জন নিহত হয়েছে ।
ইসরায়েলি কারাগারে ১৫ বছর কাটানোর পর লেবাননে দীর্ঘদিন ধরে নির্বাসনে ছিলেন সালেহ আল-আরৌরি । সম্প্রতি তিনি হামাস এবং গাজায় গোষ্ঠীটির যুদ্ধের কৌশল বিষয়ে একজন মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছিলেন ।